Qurbani FAQ 2022
প্রশ্নঃ কোরবানির জন্য আদর্শ প্রাণিসেবার গরু অর্ডার করার নিয়ম কি?
অনলাইন কোরবানী হাট pranishebashop.com.bd হতে গরু পছন্দ করুন। প্রতিটি গরুর নিজস্ব আই ডি নম্বর আছে, যেমন ২২-৯৪0-০০৫০ অথবা ০৫০। প্রাণিসেবা শপে আপনার পছন্দের গরুটি চাইলে অনলাইন কেনা সম্পন্ন করতে পারেন, অথবা বুকিংও দিতে পারেন।
লাইভ গরুর দাম ৪৫০/- টাকা প্রতি কেজি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
যে কোন প্রয়োজনে আপনার পছন্দের গরুর আই ডি নং জানিয়ে আমাদের কল করুন 09643207003 নাম্বারে। গরুর দামের ৩০% মূল্য পরিশোধ করলেই নির্দিষ্ট গরুটি আপনার জন্য বরাদ্দ থাকবে।অনলাইনে প্রতিটি গরু বুকিং দেবার সুবিধা আছে। ডেলিভারি নেবার আগে ডেলিভারি চার্জ সহ পুরো দাম পরিশোধ করতে হবে।
প্রশ্নঃ কেনার আগে আদর্শ প্রাণিসেবার গরু দেখার কি কোন ব্যবস্থা আছে?
আমাদের গরুগুলো সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা ও গাজিপুরের গ্রামাঞ্চলে খামারিদের ঘরে বেড়ে উঠে, তাই সেখানেই অবস্থান করছে। আর তাই আমাদের খামারে এসে সরাসরি গরু দেখে কেনার সুযোগ নেই। আমরা গরু বিক্রি অথবা বুকিং সম্পন্ন হলে তা সরাসরি আমাদের আশুলিয়া গবেষণা খামারে আনি। বিক্রির আগে সাধারণত গরু আশুলিয়ায় আনা হয় না কারণ, পরিবেশ ভেদে গরু সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনাকে প্রথমত ওয়েবসাইট থেকে ছবি ও ভিডিও দেখে গরু কিনতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে, গরুর ছবি এখন নেওয়ার কারনে, ডেলিভারির সময় এর ওজন আরও বেশি থাকবে। গরু ভেদে সর্বোচ্চ ওজন ১০ কেজি কম বা বেশী হতে পারে।
বিক্রিত গরু ঈদের ৩ থেকে ৫ দিন আগে আমরা আশুলিয়া খামারে আনি এবং ডেলিভারি নেবার আগে ডিজিটাল মেশিনে লাইভ ওজন দেখে প্রকৃত মূল্য নির্ধারণ করা হয়।
এই সময় আপনি আপনার গরুটি আশুলিয়া খামারে এসে সরাসরি দেখে বুঝে নেবার সুযোগ থাকবে।
প্রশ্নঃ কেনা গরু ডেলিভারির ব্যবস্থা কি এবং যদি গরুটি আদর্শ প্রাণিসেবার খামারে কিছুদিনের জন্য রাখতে চাই, তাহলে কি করতে হবে?
ডেলিভারির ব্যবস্থা করবে আদর্শ প্রাণিসেবা, তবে ঢাকার ভিতরে দূরত্ব অনুসারে ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং তা ২,৫০০ থেকে সর্বোচ্চ ৪,০০০ টাকা হতে পারে। যেহেতু গরুটি ঈদের ১-৩ দিন পূর্বে ডেলিভারি দেয়া শুরু হবে, তাই অতিরিক্ত কোন টাকা দিতে হবে না।
প্রশ্নঃ আদর্শ প্রাণিসেবা কি ঈদের দিনে গরু জবাই ও মাংস বানিয়ে দেয়ার কাজ করে?
অনলাইন কোরবানী হাট থেকে কেনা গরু স্বাস্থ্যসম্মত পরিবেশে অভিজ্ঞ কসাই দ্বারা শরীয়ত অনুযায়ী কোরবানির ব্যবস্থা রয়েছে। আপনার নির্দেশনা অনুযায়ী মাংস প্রসেস করে আমাদের নিজস্ব ডেলিভারি সার্ভিসের মাধ্যমে মাংস আপনার ঠিকানায় পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে কসাই এবং প্যাকেজিং বাবদ গরুর দামের ২০% সার্ভিস চার্জ প্রযোজ্য।
এক্ষেত্রে ঈদ এর দিন ১০ টি , ঈদ এর দ্বিতীয় দিন ১০ টি এবং ঈদ এর তৃতীয় দিন ১০ টি, অর্থাৎ সর্বমোট ৩০ টি গরু জবাই হবে। এক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে জবাই সেবা বরাদ্দ হবে।
প্রশ্নঃ ঈদের দিনে আমার গরু জবাই করে আদর্শ প্রাণিসেবা কয়টার মধ্যে আমার ঠিকানায় পৌঁছে দিবে?
ঈদের তিন দিন, সকাল এবং বিকাল দুই বার আমরা কোরবানির মাংস প্রস্তুত করে হোম ডেলিভারি করব। সকালের মাংস দুপুর ১ টার মধ্যে, এবং বিকালের মাংস সন্ধ্যা ৭ টার মধ্যে ডেলিভারি করা হবে।
প্রশ্নঃ ভাগে গরু কোরবানি দেয়ার কি কোন সুযোগ আদর্শ প্রাণিসেবায় আছে?
হ্যাঁ, আছে। আপনি চাইলে আদর্শ প্রাণিসেবায় ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ এভাবে ৭ ভাগে কোরবানি দিতে পারবেন।
প্রাণিসেবা শপে pranishebashop.com.bd কোরবানীর গরু ভাগা হিসাবেও অর্ডার করতে পারেন। স্টেরওয়েড বিহীন দেশী জাতের ষাঁড় গরু। প্রতি ভাগের (এক গরুর ৭ ভাগের এক ভাগ) মূল্য পড়বে আনুমানিক দাম ২২ হাজার টাকার( ভাগা ১৯৫০০+ খরচ ২৫০০) মধ্যে। ঈদের এক সপ্তাহ আগে গরুর লাইভ ওজন অনুযায়ী গরুর মুল্য চুড়ান্ত করা হবে। প্রতি ভাগে মাংস পাওয়া যাবে কম-বেশি ২১-২৫ কেজি করে। ওজন আনুসারেই প্রকৃত মূল্য নির্ধারিত হবে।
ঈদের দিন দুপুর ১:০০ টার মধ্যে আদর্শ প্রাণিসেবা হেড অফিস, হক টাওয়ার, মহাখালীতে যার যার নামে প্রসেস করা মাংস প্যাকেটজাত করে পৌঁছে দেয়া হবে। আদর্শ প্রাণিসেবা অফিস থেকে নিজ দায়িত্বে মাংস সংগ্রহ করে নিতে হবে। কোরবানীর ভাগার মূল্য বাবদ অনলাইন পেমেন্টের লিংক যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
গ্রাহকের কোন চয়েস না থাকলে কোরবানীর গরুর চামড়া প্রাণিসেবা কর্তৃক ভাগিদারদের নামে লিল্লাহ বোর্ডিংয়ে দান করে দেয়া হবে। গরুর ভুরির অংশ নিতে চাইলে(+ ভুরি) উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিতে হবে।। আদর্শ প্রাণিসেবা থেকে আস্ত কিংবা ভাগায় সবচেয়ে নির্ভেজাল গরুটা কিনুন, দেশ ও দশের উপকার করুন।